০১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা
ক) সেবার নাম : প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
সেবা গ্রহীতা : বেকার যুব এবং যুব নারী যাদের বয়স ১৮ খেকে ৩৫ বছর ।
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর :
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক
ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
কোর্স শুরুর মাস |
আসন সংখ্যা (জন) |
বয়স ও শিক্ষাগত যোগ্যতা |
কোর্স ফি/ ভর্তি ফি |
কোর্সের ধরন ও ভাতার পরিমান |
সেবার (প্রশিক্ষণ) স্থান |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
১। গবাদি পশু হাঁস- মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) |
৩ মাস |
জুলাই, নভেম্বর ও মাচ |
৪০-৬০ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
১০০/- |
আবাসিক। প্রতি জন প্রতি দিন ভাতা পাবেন ১০০/- হারে । |
যুব প্রশিক্ষণ কেন্দ্র , যুব উন্নয়ন অধিদপ্তর, রাজাবাড়ী-হাট, রাজশাহী |
২। কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ (আবাসিক) |
১ মাস |
অক্টোবর, ফেব্রুয়ারী ও জুন |
৩০ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
১০০/- |
আবাসিক। প্রতি জন প্রতি দিন ভাতা পাবেন ১০০/- হারে । |
যুব প্রশিক্ষণ কেন্দ্র , যুব উন্নয়ন অধিদপ্তর, রাজাবাড়ী-হাট, রাজশাহী |
৩। পোশাক তৈরী |
৩ মাস |
জুলাই, অক্টোবর, জানুয়ারী ও মাচ |
৫০ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
৫০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়, ষষ্টিতলা, রাজশাহী |
৪। মৎস্য চাষ |
১ মাস |
প্রতি মাসে |
২৫ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
৫০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
৫। ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্টিং |
৪ মাস |
জুলাই ও ডিসেম্বর |
২৫ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
৫০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
৬। ব্লক /বাটিক / স্ক্রীন প্রিন্টিং |
১ মাস |
নভেম্বর , এপ্রিল ও মে |
২০ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
৫০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
৭। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৪০+৪০ =৮০ |
১৮-৩৫ বছর, এইচ. এস. সি পাশ |
৫০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, , যুব উন্নয়ন অধিদপ্তর, ৩৬৭, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী |
৮। বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৭০ |
১৮-৩৫ বছর, এইচ. এস. সি পাশ |
১,০০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
৯। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৫০ |
১৮-৩৫ বছর, এইচ. এস. সি ও বেসিক কম্পিউটার কোর্স পাশ |
২,০০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
১০। ইলেকট্রনিক্স |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
২৫ |
১৮-৩৫ বছর, এস. এস .সি পাশ |
৩০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়, ষষ্টিতলা, রাজশাহী |
১১। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
২৫ |
১৮-৩৫ বছর, এস. এস. সি পাশ |
৩০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
১২। ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৩০ |
১৮-৩৫ বছর, ৮ম শ্রেনী পাশ |
৩০০/- |
অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। |
ঐ |
খ) সেবার নাম : অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
সেবা গ্রহীতা : বেকার যুব এবং যুব নারী যাদের বয়স ১৮ খেকে ৩৫ বছর ।
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর :
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক
ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪
বয়স, শিক্ষাগতযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
সেবার (প্রশিক্ষণ) স্থান |
ভর্তি ফি/ কোর্স ফি |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
১৮-৩৫ বছর, ৫ম শ্রেনী পাশ এবং একই এলাকার কমপক্ষ ৩০-৪০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে |
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোস সমূহের আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে বেকার যুবদের ৭থেকে ২১দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কোস পরিচালনা করা হয়ে থাকে। 1১. পারিবারিকহাঁস-মুরগীপালন ২.ব্রয়লারওককরেলপালন ৩.বাড়ন্তমুরগীপালন ৪৪. ছাগলপালন। ৫. গরুমোটাতাজাকরণ ৬. পারিবারিকগাভীপালন ৭৭. পাখিরখাদ্যপ্রস্তুতওবাজারজাতকরণ ৮. পশুপাখিররোগওতারপ্রতিরোধ। ৯. কবুতরপালন ১০. কাঁচাচামড়াসংরক্ষণওপ্রক্রিয়াজাতকরণ ১১. মৎস্যচাষ ১২. সমন্বিতমৎস্যচাষ ১৩. মৌসুমিমৎস্যচাষ। ১৪. মৎস্যপোনাচাষ ( ধানিপোনা) ১৫. মৎস্যহ্যাচারি ১১৬. প্লাবনভুমিতেমৎস্যচাষ ১৭. গলদাওবাগদাচিংড়িচাষ ১৮. সুটকিতৈরীওসংরক্ষণ ১৯. বসতবাড়িতেসবজিচাষ ২০. নার্সারী ২১. ফুলচাষ ২২. ফলেরচাষ (লেবু,কলা,পেঁপেইত্যাদি) ২৩. কম্পোষ্টসারতৈরী ২৪. গাছেরকলমতৈরী ২২৫. ঔষধিগাছেরচাষাবাদ ২৬. বøকপ্রিন্টিং ২৭ . বাটিকপ্রিন্টিং ২৮. পোশাকতৈরী ২৯. স্ক্রীনপ্রিন্টিং ৩০. স্প্রেপ্রিন্টিং ৩১. মনিপুরিতাঁতশিল্প ৩২. কাগজেরব্যাগওঠোঙ্গাতৈরী ৩৩৩. বাঁশওবেতেরসামগ্রীতৈরী ৩৪. নক্শীকাঁথাতৈরী ৩৫. কারুমোমতৈরী ৩৩৬. পাটজাতপণ্যতৈরী। ৩৭. চামড়াজাতপণ্যতেরী ৩৮. চাইনিজওকনফেকশনারি ৩৯. রিক্সা,সাইকেলওভ্যানমেরামত ৪০. ওয়েল্ডিং। ৪১. ফটোগ্রাফি। |
৭ থেকে ২১ দিন |
সংশিস্নষ্ট উপজেলা ( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নির্বাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান) |
কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না। |
২। সেবার নাম : যুব ঋণ সংক্রান্ত সেবা
যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ঋণ প্রদান
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর :
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক
ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪
ঋণের জন্য প্রশশক্ষণের ধরণ |
ঋণের পরিমান (জন প্রতি) |
সার্ভিস চার্জ |
কিস্তি পরিশোধের ধরণ ও সার্ভিস চাজ |
গ্রেস পিরিয়ড (অবকাশ কালীন সময়) |
পরিশোধের মেয়াদ |
জামানত |
ঋণের দফা |
ঋণ গ্রহণে খরচ |
ঋণ গ্রহণের সময়সীমা |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০৯ |
১০ |
১। পরিবার ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত |
১২,০০০/- থেকে ২০,০০০/- টাকা পর্যন্ত (দফাওয়ারী) |
১০% |
সাপ্তাহিক |
২১ দিন |
০১ বছর |
নেয়া হয় না। |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
প্রতি গ্রুপ (৫জন) এর জন্য ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
১ম দফা ঋণ মঞ্জুরীর ক্ষত্রে জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদন পত্র যাচাই-বাছাই এবং জেলা কার্যালয়ে দাখিলসহ জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ (এক) মাস। এবং ২য়, ও৩য় দফায় ঋণ প্রাপ্তির সময়সীমা ২০ (বিশ) দিন। |
২। অ-প্রাতিষ্ঠানিক/ ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রাপ্ত |
সর্বোচ্চ 60,০০০/- টাকা পর্যন্ত |
প্রদত্ত ঋণের উপর পুরুষ, নারী ও প্রতিবন্ধিদের জন্য যথাক্রমে ১০%, ৯% ও ৮% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ আদায় করা হয়। |
মাসিক |
১ম দফায় ২-৩ মাস, ২য় ও ৩য় দফায় কোন গ্রেস পিরিয়ড নাই |
০১ থেকে ০২ বছর (ট্রেড অনুযায়ী) |
জামিনদারের জমির মূল দলীল/ দলীলের সার্টিফাইড কপি/ হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয়। |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
১। আবেদন ফর্মের দাম ২০/- টাকা। ২। ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
আবেদন পত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস। |
৩। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত |
সর্বোচ্চ 1,0০,০০০/- টাকা পর্যন্ত |
প্রদত্ত ঋণের উপর পুরুষ, নারী ও প্রতিবন্ধিদের জন্য যথাক্রমে ১০%, ৯% ও ৮% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ আদায় করা হয়। |
মাসিক |
১ম দফায় ০২-০৩ মাস, ২য় ও ৩য় দফায় কোন গ্রেস পিরিয়ড নাই |
০১ থেকে ০২ বছর (ট্রেড অনুযায়ী) |
ঐ |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
১। আবেদন ফর্মের দাম ২০/- টাকা। ২। ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
উপজেলা পর্যায়ে আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই এবং জেলা কার্যালয়ে দাখিলসহ জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস। |
০৩। যুব সংগঠন নিবন্ধন সংক্রান্ত সেবা
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্য স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নিবন্ধন দেওয়া হচ্ছে।
নিবন্ধনের নিয়মাবলি ঃ
সেবার নাম : স্বেচ্ছাসেবী যুব সংগঠন নিবন্ধন
নিবন্ধনের জন্য সংগঠনের ধরণ : ১৮-৩৫ বছর বয়স এর সদস্য নিয়ে গঠিত যুব সংগঠন
আবেদন ফর্ম প্রাপ্তির স্থান : যুব উন্নয়ন অধিপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়
১. যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের জন্য আবেদনকৃত যুব সংগঠনের সদস্যদের অবশ্যই “যুব” হতে হবে এবং তাদের সংগঠনের নামের সাথে যুব শব্দ সংযুক্ত থাকতে হবে।
২.যুব কাযক্রমের সাথে সংশ্লিষ্ট সংগঠন কেবল নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
৩. আবেদনকারী যুব সংগঠন নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০১৫ ও যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০১৭ এর শর্তাবলি পালন সাপেক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক বরাবর আবেদন করতে হবে।
৪. আবেদন পত্রের সাথে অথনৈতিক কোড ঃ 1-3640-0000-1836 এর অনুকূলে প্রদত্ত অফেরতযোগ্য ৫০০/- (পাঁচ শত) টাকার ট্রেজারি চালানের কপি, তফসিল অনুসারে প্রণীত যুব সংগঠনের গঠনতন্ত্রের অনুলিপি, যার প্রতি পাতায় সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম. স্বাক্ষর এবং সিলমোহল থাকবে; নির্বাহী পরিষদের সদস্যগণের তালিকা, পূর্ববর্তী বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুলিপি হালনাগাদ ব্যাংক হিসাব বিবরণী, এবং যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে।
৫. আবেদনকারী যুব সংগঠনের কাযনির্বাহী এবং সাধারণ পরিষদের সদস্যদের নাম, পেশা, মোবাইল নং (যদি থাকে) বতমাণ /স্থায়ী ঠিকানা স্বাক্ষরসহ নামের তালিকার ০৩ (তিন) কপি দাখিল করতে হবে।
৬. যুব সংগঠনের নিজস্ব জায়গা থাকলে এর দলিল পত্রাদির সত্যায়িত কপি, যুব সংগঠনের প্রধান কাযালয় নিজস্ব সম্পত্তির উপর অবস্থিত হলে এর মূল দলিলের সত্যায়িত ফটোকপি এবং হালনাগাদ জমি উন্নয়ন কর পরিশোধ রশিদের সত্যায়িত কপি এবং ভাড়া বাড়ীতে হলে সে ক্ষেত্রে চুক্তিপত্রের ০২(দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৭। যুব সংগঠনের নিজস্ব প্যাডে যুব সংগঠনের বতমান ও ভবিষ্যত কাযক্রম পৃথক পৃথকভাবে উল্লেখপূবক ০৩(তিন) কপি দাখিল করতে হবে।
৮। আবেদপত্রের সাথে যুব সংগঠনের গঠনতন্ত্রের সত্যায়িত ০৩ (তিন) কপি দাখিল করতে হবে।
গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত বিবরণসমূহ ঃ [বিধি-৩(৩)(খ) দ্রষ্টব্য]
ক) সংগঠনের নাম ঃ (বাংলা) ঃ.......................................................................................
(ইংরেজী) ঃ ....................................................................................
খ) ঠিকানা ঃ ১) বাড়ী/গ্রাম/মহল্লা ঃ ............................সড়ক/ব্লক/সেক্টর ঃ............................ডাকঘরঃ.................
থানা/উপজেলা ঃ..............................জেলা ঃ........................................
২) সংগঠনের ফোন ........................ই-মেইল ঃ ..........................ওয়েব সাইট .................
গ) কমএলাকা ঃ (যুব সংগঠনের কম এলাকা স্থানীয় এলাকাভিত্তিক কিংবা তা নগর বা জাতীয়ভিত্তিক কি না তা উল্লেখ করতে হবে)
ঘ) যুব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ ঃ
ঙ) সদস্যপদ ঃ
১) সদস্য হবার যোগ্যতা;
২) সদস্যের শ্রেণীবিভাগ এবং এর শর্তাদি ও প্রদেয় ফিস (যদি থাকে),
৩) সদস্য গ্রহণ পদ্ধতি,
৪) বিভিন্ন শ্রেণীর স্থগিতকরণ বা বাতিল পদ্ধতি, যেমন-
ক) চাঁদা না দেয়া,
খ) সংগঠনে উপস্থিত না হওয়া,
গ) সংগঠনের স্বাথ পরিপন্থি আচরণ করা , বা
ঘ) যুক্তিসঙ্গত কোনো কারণ,
ঙ) স্থগিত বা বাতিলকৃত সদস্য পুনবহাল বা পুনগঠন পদ্ধতি।
চ) সাধারণ পরিষদ (অন্যুন ২০ সদস্যবিশিষ্ট)।
ছ) নির্বাহী পরিষদ (নির্বাচন বা মনোনায়নের মাধ্যমে গঠিত, ৭ হতে ১১ সদস্যবিশিষ্ট)।
জ) উপদেষ্টা পরিষদ, যা নির্বাহী পরিষদ কর্তৃক মনোনীত স্থানীয় গণ্যমান্য সমাজহিতৈষী ব্যক্তি, সংশ্লিষ্ট যুব সংগঠনের
প্রতিষ্ঠাকালীন বা পূবতন সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি কমকর্তা বা স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠানের কমকর্তা সমন্বয়ে
গঠন করা যাবে।
ঞ) সভা ঃ
১) বিভিন্ন প্রকারের সভা আহ্বান পদ্ধতি,
২) সভার নোটিশ , এবং
৩) সভার কোরাম।
ট) আর্থিক ব্যবস্থাপনা ঃ
১) যুব সংগঠনের নামে তফসিলি ব্যাংক একাউন্ট,
২) অন্যুন ০২(দুই) জন সদস্যের (সভাপতি বা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ) যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব
পরিচালনা এবং
৩) যুব সংগঠনের হিসাব নিরীক্ষা পদ্ধতি।
ঠ) গঠনতন্ত্রের সংশোধন ঃ
যুব সংগঠনের গঠনতন্ত্রে কোন সংশোধনী আনয়নের উদ্দেশ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবার জন্য
গৃহীতব্য পদ্ধতি।
১০। যাবতীয় সংযোজন প্রথম শ্রেণীর গেজেটেড কমকর্তা /পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে
হবে।
১১। আবেদনকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নিবন্ধনের কায সম্পাদনের পর যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় নির্ধারিত
ছকে যুব সংগঠনের
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত করা হয়েছে, এ মর্মে একটি নিবন্ধন সনদ প্রদান করবে।
০৪। যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতিবছর বাছাইকৃত যুব সংগঠন
সমূহকে প্রকল্প ভিত্তিক ২০,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়।
এ ছাড়া অনুন্নয়ন খাতের আওতায় প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি জেলায় ০১ টি
এবং সিটি কর্পোরেশন থেকে ০১ টি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়।
যাবতীয় তথ্য ও ফর্ম যুব উন্নয়নের ওয়েব সাইট www.dyd.gov.bdথেকে সংগ্রহ করা যায়।
০৫। পূরস্কার সংক্রান্ত
সেবার নাম : জাতীয় যুব পুরস্কার
পুরস্কারের সংখ্যা : প্রতিবছর সর্বমোট ১৯ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়।
সফল আত্মকর্মী পুরস্কার -১৪টি
শেষ্ঠ যুব সংগঠক পুরস্কার-০৫ (পুরুষ-২, নারী-২ ও বিশেষ চাহিদা সম্পন্ন-১)
পুরস্কারের ধরণ ঃ